শৈহ্লাচিং মার্মা
কোন ভাবে পাড়ার মধ্যে ধর্ষিতা পরিবারকে হুমকি ধমকি ও এক ঘরে করা যাবে না। তাদের পাশে পাড়াপাসীকে এগিয়ে আসতে হবে।
৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় বান্দরবানে রুমায় পাইন্দু হেডম্যান পাড়া বাজার সেডে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহওয়ার্দী,
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, মৌজা হেডম্যান মংচউ মার্মা , পাইন্দু পাড়া কারবারি থোয়াইসা মার্মা, পাইন্দু ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার মংছো মার্মা, ২নং ওয়ার্ডের মেম্বার গংবাসে মার্মা, সহ পাইন্দু হেডম্যান ও আলেচু পাড়ার নারী-পুরুষ স্থানীয় লোকজন এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন বলেছেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও তার পরিবারকে সহযোগিতার জন্য পাড়াবাসী থেকে কোনভাবে চাঁদা সংগ্রহ করা যাবে না। এর মধ্যে যারা চাঁদা সংগ্রহ করছেন। তারা ভুক্তভোগী বা পরিবারকে সহায়তা না করে,উল্টো অপরাধীদের সহযোগিতা করতে চেয়েছেন। তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
প্রধান অতিথি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারের পাশে পাড়াবাসীকে এগিয়ে আসতে হবে, তাদের সহযোগিতা আসতে হবে। যাতে করে তাদের মনোবল শক্ত হয়ে উঠে।
পরে জোন কমান্ডার ধর্ষিণের ভূক্তভোগী পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে বসবাসের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত; অতি সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছাত্রীকে দলবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত পাস আসামির মধ্যে তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে।
এর মধ্যে আটককৃত ও ধর্ষণের ঘটনা ধামাচাপা রাখতে সামাজিক সালিশি বিচারকদের সহযোগিতা করার জন্য চাঁদা সংগ্রহ করতে ২৪ আগস্ট রাতে পাড়াবাসীর মধ্যে এক বৈঠক করার অভিযোগ ওঠেছে। ওই বৈঠকের বাধ্যতামূলক চাঁদা সংগ্রহের বিষয়টি পাড়ার মধ্যে অনেকেই মানতে পারেনি।
মূলত; চাঁদা সংগ্রহের বিষয়টি বন্ধ করা এবং অসহায় ধর্ষিত পরিবার সদস্যদের খোঁজ নিতে রুমা জোন কমান্ডার পাড়াবাসীর এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.