প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
দাউদকান্দি রায়পুরে অতিরিক্ত গতিতে বাস দূর্ঘটনা

মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাঁপিয়া বাসের পিছনে ধাক্কা খেয়ে কুমিল্লাগামী তিশা প্লাস বাসের দূর্ঘটনা ঘটে।
৩০ আগস্ট শনিবার বিকেল ৫ টার পর ঢাকা থেকে আসা তিশা প্লাস বাসটি রায়পুর বাস স্টেশনে পাপিয়া বাসটি থামা অবস্থায় পেছন থেকে দ্রুত গতিতে আসায় কোন নিয়ন্ত্রণ না থাকায় পাপিয়া বাসের পেছনে ধাক্কা লাগলে তিশা বাসটি রাস্তার দক্ষিণ পাশে কাইত হয়ে যায়।রাস্তার দক্ষিণ পাশে ছিল পানি বর্তী পুকুর।তৎক্ষণাত বাসের সকল যাত্রী নেমে যায়।তবে বেশ কিছু যাত্রী আহত হয়।অল্পের জন্য বেঁচে গেল তিশা বাসের সকল যাত্রী।যদি বাসটি উল্টে যেতো বড়ধরনের দূর্ঘটনার কবলে পড়তে হতো অথবা হতাহতের সম্ভাবনা থাকতো।পরে আহত যাত্রীদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এই দূর্ঘটনায় একপর্যায়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার ও যানজট নিরসনে ভালো ভূমিকা রাখে এবং বাসটিকে দুটি কেরেং গাড়ির মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হয়।
এই দূর্ঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.