নিজস্ব প্রতিবেদক
চীন আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তিয়ানজিনে পৌঁছেছেন।
২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে এই সম্মেলন রবি ও সোমবার উত্তর বন্দর নগরী তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন পরই বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে।
২০১৮ সালের পর এই প্রথম মোদির চীন সফর। এর ঠিক আগে তিনি জাপান সফর করেন, যেখানে ভারতকে ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।
চীন ও ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে যাদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যায়। তবে গত অক্টোবরে রাশিয়ায় শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পর থেকে সম্পর্কের কিছুটা অগ্রগতি হয়েছে।
এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরানসহ ১০টি দেশ সদস্য এবং আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার। সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।
শনিবার থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও অংশ নেবেন।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলন শুধু আঞ্চলিক সহযোগিতা নয়; বরং চীন-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.