প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
তিতাসে প্রাথমিক বিদ্যালয়: মাঠ ও রাস্তাহীন, ঝুঁকিপূর্ণ ভবন ও শিক্ষার্থীদের দুর্ভোগ

মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে মধ্য বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত।
অত্র বিদ্যালয়ে একটি একতলা বিশিষ্ট দুটি পাকা ভবন রয়েছে। উভয় ভবন পিলারের উপর নির্মিত এবং নিচের ঘুর্নীঝড় আশ্রয়কেন্দ্রে'টি বর্ষাকালে থাকে পানিবন্ধি। প্রথম ভবনটি ২০০৪ সালে এবং দ্বিতীয় ভবনটি ২০০৬ সালে নির্মিত হয়। বর্তমানে দ্বিতীয় ভবনটি ঝুঁকিপূর্ণ, বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে পড়েছে। ভবনের মেঝেতে হাঁটাহাঁটি করলে থরথর করে কম্পন সৃষ্টি হয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নেই সঠিক প্রবেশপথ, নেই মাঠ, আর ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান।
সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ে প্রবেশের কোনো নির্দিষ্ট রাস্তা নেই।
শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে পাশের মানুষের আঙিনা ও ব্যক্তিগত দরজা ঘুরে। সামান্য সরু পথও টয়লেটের নোংরা পাইপ ও বর্জ্যের উপর দিয়েই চলছে শিক্ষার্থীরা। চারদিকে আবর্জনার স্তুপ এবং খোলা পানিতে ফেলা হচ্ছে গরুর গোবরসহ বিভিন্ন বর্জ্য। তাছাড়া চার পাশে কচুরিপানা দখল হয়ে আছে ভবনের।
এতে স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হুমকির মুখে শিক্ষার্থীদের।
২য় ভবনটির তিনটি শ্রেণিকক্ষে সামান্য হাঁটাচলাই তৈরি করছে কম্পন ও তীব্র ঝাঁকুনি। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে ক্লাস চালিয়ে যাচ্ছেন। শুকনো মৌসুমে এই কম্পন আরও বেড়ে যায়।
বিদ্যালয়ের নিজস্ব জায়গা না থাকার কারণে দৈনিক সমাবেশ হচ্ছে করিডোরে । বর্ষা মৌসুমে পানি জমে গেলে আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মিত ভবনটি আরও বেশি অচলাবস্থার সৃষ্টি করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদারের অনিয়ম ও অপরিকল্পিত নির্মাণের কারনে দ্রুতই ঝুকিপূর্ণ হয়ে পরেছে ভবনটি।
দ্রুত সমাধান না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, “বিদ্যালয়ে প্রবেশের কোনো নির্দিষ্ট রাস্তা নেই। ঝুকিপূর্ণ ভবন শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। আপাতত ঝুকিপূর্ণ ভবনে শ্রেনী পাঠদান'সহ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী খোয়াজউদ্দিন বলেন,ভবনের কাজগুলো অনেক আগের, তাই বিস্তারিত কিছু বলতে পারবোনা।
তবে ভবনের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখবো।
ক্যাপশনে; তিতাসের মধ্যবন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুকিপূর্ণ ভবন ও পানির নীচে আশ্রয়কেন্দ্রের ছবি আছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.