প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ণ
তিতাসে ভূয়া ডাক্তার হুমায়ুনকে ১ লাখ টাকা জরিমানা

মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের সরকার ফার্মেসীর মালিক হুমায়ুন কবির নামে এক ভূয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে “ডাক্তার” পরিচয়ে পরিচিত করিয়ে মানুষের ভুয়া চিকিৎসা করে আসছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন রোগীকে স্যালাই পুশ,ইঞ্জেকশন, হায়ার এন্টিবায়োটিক দিতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা জানান, এমন প্রতারকের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। প্রশাসনের পদক্ষেপকে তারা প্রশংসনীয় হিসেবে দেখছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, “ভবিষ্যতেও এমন ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা চিকিৎসা-সেবার নামে প্রতারণা করছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.