সত্য প্রকাশ ডেস্ক
সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন হয়ে ওঠে, তখন তা ভয়ংকর কাণ্ড ঘটাতেও দ্বিধা করে না।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে অনেকেই হতবাক। ভিডিওটিতে দেখা যায়, এক যুবক বৈদ্যুতিক খুঁটির উপর উঠে একের পর এক হাইটেনশন লাইনের তার কেটে দিচ্ছেন।
দাবি করা হচ্ছে, প্রেমিকার মোবাইল ফোন সারাক্ষণ ব্যস্ত থাকায় তার রাগ এতটাই বেড়ে যায় যে সে পুরো গ্রামকেই বিদ্যুৎহীন করে ফেলে। তাও শুধু প্রেমিকার মনোযোগ পাওয়ার জন্য!
যদিও ভিডিওটি কোনো এলাকার তা স্পষ্টভাবে জানা যায়নি, তবুও ভিডিওতে যুবকের কর্মকাণ্ড এবং তারপরে ঘটে যাওয়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার দৃশ্যই ভাইরাল হয়েছে।
এক নেটিজেন লিখেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রামের শিরা কেটে ফেলল।’
অন্য এক নেটিজেন-এর মতে, ‘কথায় বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ।
তবে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে একটি অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানেও এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন, যাতে আঁধারের সুযোগে তিনি গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন। আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও, ওই গ্রামে কয়েক ঘণ্টার জন্য হঠাৎ অন্ধকার নেমে আসত।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.