সাভার( ঢাকা) প্রতিনিধি
সাভারের হেমায়েতপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১)। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের কান্ডারী ও জনতার এমপি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। কোকো ভাইয়ের স্মরণে এই আয়োজন তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. আবদুল আজিজ, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক কাভারভ্যান মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,
সিনিয়র সাংবাদিক ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শরিফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাসেল হাসান। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদল, রকিব হাসান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে মাঠ মাতান এবং খেলোয়াড়দের উত্সাহ দেন। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ আয়োজন নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.