প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
একান্ত সাক্ষাতে ডাঃ এনামুল হক। একজন এমবিবিএস ডাক্তারের স্বপ্ন

মোঃ বাবুল আক্তার
একজন এমবিবিএস (MBBS) ডাক্তারের স্বপ্ন সাধারণত অনেকদিক থেকে গঠিত হয়, কারণ চিকিৎসা পেশা শুধু একটি চাকরি নয়, এটি একটি সেবা, একটি দায়িত্ব, এবং অনেকের জন্য একটি আজীবনের অঙ্গীকার। একজন এমবিবিএস ডাক্তারের স্বপ্ন বিভিন্নভাবে ব্যক্ত হতে পারে, যেমন:
মানবসেবার স্বপ্ন, মানুষের কষ্ট লাঘব করা ও জীবন বাঁচানোর মাধ্যমে সমাজে অবদান রাখার ইচ্ছা। অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। চিকিৎসাকে সেবার মাধ্যম হিসেবে দেখা। বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন,
এমবিবিএস করার পর এমডি (MD), এমএস (MS), অথবা বিভিন্ন বিশেষায়িত ফিল্ডে (যেমন: কার্ডিওলজি, নিউরোলজি, সার্জারি ইত্যাদি) উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা। নিজের পছন্দের ফিল্ডে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
নিজের ক্লিনিক বা হাসপাতাল গড়ার স্বপ্ন, নিজস্ব চেম্বার, নার্সিং হোম বা আধুনিক হাসপাতাল গড়ে তোলা। যেখানে রোগীদের ভালো চিকিৎসা দেওয়া যাবে এবং মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বপ্ন, WHO, UNICEF, Doctors Without Borders বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কাজ করে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবায় অবদান রাখার লক্ষ্য। উন্নত দেশে পোস্ট গ্র্যাজুয়েশন বা চাকরির সুযোগ নেওয়া। গবেষণা ও উদ্ভাবনের স্বপ্ন, চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে অংশগ্রহণ করা। চিকিৎসা পদ্ধতি, ওষুধ, বা রোগ নির্ণয়ের নতুন প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা। শিক্ষাদানের স্বপ্ন, মেডিকেল কলেজে শিক্ষকতা করা, ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের তৈরি করা। চিকিৎসা শিক্ষা ও নৈতিকতা নিয়ে কাজ করা।
সামাজিক প্রভাব ও নেতৃত্বের স্বপ্ন, হেলথ পলিসি, পাবলিক হেলথ, বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে নেতৃত্বের ভূমিকা পালন করা। স্বাস্থ্যখাতের সংস্কার, সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একজন এমবিবিএস ডাক্তারের ব্যক্তিগত স্বপ্ন হতে পারে: পরিবারকে ভালো রাখা ও গর্বিত করা। নিজের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন। সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.