মোঃ বাবুল আক্তার
পান চাষের সুবিধা সমুহ, অর্থনৈতিক ভাবে লাভজনক, পান একটি উচ্চ মূল্যের ফসল। সঠিকভাবে চাষ ও বাজারজাত করতে পারলে এটি কৃষকদের জন্য ভালো আয় নিশ্চিত করে। চাহিদা ও বাজার মুল্য স্থিতিশীল, বাংলাদেশে পান খাওয়ার প্রচলন অনেক বেশি, তাই সারাবছরই এর চাহিদা থাকে। অভ্যন্তরীণ এবং বিদেশি বাজারেও এর চাহিদা রয়েছে। কম জায়গায় অধিক আয়, পান সাধারণত বরজে চাষ করা হয়, যা তুলনামূলকভাবে ছোট জায়গায় অধিক পরিমাণ উৎপাদন দেয়। বছরব্যাপি ফলন, পান একটি বহুবর্ষজীবী গাছ এবং সারা বছর ধরেই ফলন পাওয়া যায় (বিশেষ করে বরজে যত্ন নিলে)।
কর্মসংস্থান সৃষ্টি, পান চাষে অনেক শ্রমিকের প্রয়োজন হয়, ফলে এটি গ্রামীণ কর্মসংস্থানে ভূমিকা রাখে। রপ্তানি সম্ভাবনা, পান আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হয় (বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে)। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অন্য ফসলের তুলনায় কম প্রতিযোগিতা, যেহেতু পান চাষে তুলনামূলকভাবে বিশেষ যত্নের প্রয়োজন হয়, অনেকেই এটি করে না। ফলে প্রতিযোগিতা তুলনামূলক কম। প্রাকৃতিক কীটনাশক ও সার ব্যবহার সম্ভব, অর্গানিক পদ্ধতিতে পান চাষ করে বাজারে বিশেষ মূল্যে বিক্রি করা সম্ভব।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.