মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে শিক্ষাবৃত্তি সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সময় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ডা. মুহাম্মদ মামুন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সাভার নাগরিক কমিটির মো. সালাউদ্দিন খান নঈম, সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ কামরুজ্জামান এবং ফেডারেশন অফ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভারের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিতু।
সাভার থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের সহকারী অধ্যাপক মো. বিলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন
“শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির প্রকৃত মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করা জরুরি। শুধু পড়াশোনাই নয়, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা, খেলাধুলা, বিনোদন, বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবারের দিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন সন্তানদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া উচিত। সবচেয়ে বড় বিষয় হলো— শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস থেকে বিরত রাখতে হবে। অভিভাবকদের দায়িত্ব হলো স্কুলের পাশাপাশি বাড়িতেও সন্তানদের প্রতি যত্নশীল হওয়া।
অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ২৫টি স্কুল অংশগ্রহণ করে। এর মধ্যে বিদ্যা কানন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রথম স্থান অর্জন করে। উক্ত প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যার মধ্যে ট্যালেন্টপুলে ২২ জন এবং এ গ্রেডে ১৭ জন স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.