মোঃ শান্ত খান
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাদী-বৈশাখী-ইকরা-সাজ্জাদ প্যানেলকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রাশেদুল আহসান রাশেদ।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “ছাত্ররাজনীতিতে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে এই প্যানেলের বিকল্প নেই। আমি সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি— আপনারা এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসুর মতো একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী ও সংগ্রামী ছাত্র প্রতিনিধিরা আসুক— এটাই জাতির প্রত্যাশা।”
এদিকে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট ইতোমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনী প্রচারণা, মিছিল-মিটিং ও গণসংযোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.