মোঃ শান্ত খান
নওগাঁ সদর-৫ আসনের সম্ভাব্য প্রার্থী ও তরুণ রাজনীতিক মাসুদ হাসান তুহিন বলেছেন, “নওগাঁকে কাউকে ধনী বানানোর হাতিয়ার নয়, বরং সকলের জন্য বাসযোগ্য, আধুনিক ও উন্নয়নমুখী একটি জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি সকল ধর্ম, সম্প্রদায়, শ্রেণি-পেশার মানুষের সমঅধিকার ও সহাবস্থানের উপর জোর দিয়ে বলেন, “আমরা হিন্দু-মুসলমান, পাহাড়ি-আদিবাসী, নারী-পুরুষ—সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন মানবিক বাংলাদেশ গড়তে চাই।”
জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার
মাসুদ হাসান তুহিন বলেন, “দেশে আইনের শাসন, ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক-অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়েই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব।”
তিনি মনে করেন, রাজনৈতিক বিভেদ নয়, বরং মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং জুলুম-দখলদারির রাজনীতির অবসান জরুরি।
৩১ দফা বাস্তবায়নের আহ্বান তুহিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি প্রস্তাব করেছেন, তা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সমঅধিকারভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি তরুণ সমাজ এবং প্রবীণদের একসঙ্গে নিয়ে “একটি সহঅবস্থানের সম্মানজনক বাংলাদেশ” গড়ার ডাক দেন।
নওগাঁর প্রতি অঙ্গীকার
তুহিন আরও বলেন, “আমরা নওগাঁকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে গড়তে চাই উন্নয়নের নওগাঁ। নেতৃত্বের লক্ষ্য হবে মানুষের কল্যাণ, ব্যক্তিস্বার্থ নয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.