তারিকুল আলম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে মো. হাফিজ (৪২) নামে এক দোকান মালিক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে শহরের দিকে আসছিল। গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজছিল এবং যাত্রীরা মদ্যপ অবস্থায় মাতলামি করছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কয়েকটি দোকানে সজোরে ধাক্কা দেয়, যার ফলে দোকানগুলো ভেঙে পড়ে এবং কিছু পথচারী ও দোকানি চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত দোকানদার মো. হাফিজ ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় চার ঘণ্টা ধরে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালকসহ দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
মৃত হাফিজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি, মদ্যপ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্ঘটনায় দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.