মোঃ আরমান হোসেন
যশোর শহরতলীর ধর্মতলায় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে সদর উপজেলার ধর্মতলা বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম খোলাডাঙ্গা এলাকার চাঁদ আলীর ছেলে এবং ধর্মতলা কাঁচাবাজারের মাংস ব্যাবসায়ী বলে জানিয়েছেন তার পরিবার , একই এলাকার মহুরি মাসুদুর রহমান ওরফে টিটু গাজী তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় মাসুদ তার ওপর ক্ষিপ্ত হয়।
শুক্রবার রাত ১০টার দিকে মাসুদ তার মোটরসাইকেল দিয়ে ইচ্ছাকৃতভাবে নজরুলকে ধাক্কা দেয় এবং মারপিট করে। এতে গুরুতর আহত হন নজরুল পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
নজরুল ইসলামের দাবি, হামলার সময় তার কাছে থাকা ৮৭ হাজার ৪৩২ টাকা মাসুদুর রহমান লুট করে নিয়ে যায়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.