নিজস্ব প্রতিনিধি, প্রিয়া চৌধুরী
রাজধানীর মুগদা মানিকনগর মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান রেখেছেন ওসি) মো. সাজেদুর রহমান।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ডিএমপি গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত ছিলেন।
মুগদা থানাা দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি "জিরো টলারেন্স" নীতিতে মাদক নির্মূলের লক্ষ্যে মাঠে নামেন। ইতিমধ্যেই তিনি মুগদা থানাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় মুগদার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি হতো এবং চাঁদাবাজির ঘটনাও ছিল নিত্যদিনের। এর ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা, হয়রানি এবং সামাজিক অবক্ষয়ের শিকার হতো।
৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পর এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। ঠিক সেই সময়েই দায়িত্ব নেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান। দায়িত্ব নেয়ার পরপরই তিনি এলাকা পরিদর্শন, অভিযান এবং স্থানীয়দের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।
এ বিষয়ে ওসি মোঃ সাজেদুর রহমান বলেন, “আমরা জনগণের জন্যই কাজ করছি। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। থানার দরজা সবার জন্য খোলা। আশা করি অতি শীঘ্রই পুরো এলাকা মাদক ও অপরাধমুক্ত হবে।” স্থানীয় বাসিন্দারা এখন পুলিশের প্রতি নতুন করে আস্থা ফিরে পেয়েছে।
মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে তার এই সাহসী পদক্ষেপ রাখার জন্য মুগদা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি মো. সাজেদুর রহমান কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.