মোঃ আমিনুল ইসলাম
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সচিবসহ সকল সদস্য মিলে ওয়ান পার্সেন্ট প্রকল্পের ৩ লাখ ৭১ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, এই টাকা দিয়ে গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও জনসাধারণের কল্যাণে বিভিন্ন কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়নি। বরং টাকার সিংহভাগ চলে গেছে পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের পকেটে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, উন্নয়নমূলক বরাদ্দ লুটপাট হওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক সুবিধা থেকে। তারা মনে করেন, এমন অনিয়ম ও দুর্নীতি যদি চলতেই থাকে তবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে।
এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এলাকাবাসী স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করে ফোনটি কেটে দেয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.