প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
মুরাদনগর পীরকাশিমপুর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ পীরকাশিমপুর উত্তর পাড়ার আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে। নিহতের ভাই মঈদ আহমেদ জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরও তিনি বাসায় না ফিরলে পরিবারের সন্দেহ হয়।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মঈদ আহমেদ দাবি করেন, মিনহাজকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সুরতহালের সময় মিনহাজের কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন পাওয়া গেছে, তবে তা গুরুতর আঘাতের মতো মনে হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.