প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ
হোমনায় স্কুল ছুটির পর পানিতে ডুবে আমির হামজা নামে এক শিশুর মৃত্যু

মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় সহপাঠীদের সাথে আনন্দে উল্লাসে সপ্তাহের প্রথম দিন গিয়েছিলেন স্কুলে। দুপুরে ক্লাশ শেষে বিদ্যালয় ছুটি হলে বাড়ীতে না ফিরে সহপাঠীদের সাথেই বিদ্যালয় সংলগ্ন নদীতে গোসল করতে নেমে পরে কিন্তু নিয়তির নির্মমতায় নদীতেই ডুবে যায় ৬ বছর বয়সি শিশু আমির হামজা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর প্রাথমকি বিদ্যালয় সংলগ্ন নদীর ঘাটে এই ম*র্মান্তিক মৃ*ত্যু*র ঘটনা ঘটেছে।
নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
তথ্য সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ীতে না ফিরে তার খেলার সাথীদের সাথে নদীর ঘাটে যায়। এক পর্যায়ে তারা নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলার এর ঢেউ এসে হঠাৎ তাকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় নদীর ঘাটে গোসল করতে থাকা মানুষজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে, খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদ বুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:রফিকুল ইসলাম পানিতে ডুবে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহত শিশুটির দেহ হাসপাতাল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.