চুুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এবং প্রবল স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তীব্র স্রোতের ধাক্কায় মনোহরপুর গ্রামের জোল মাঠ এলাকায় নদীর ওপর নির্মিত একটি সেতুর অংশবিশেষ ভেঙে পড়েছে। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষিজমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার বিকেল থেকে নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ২০২৫ ইং সরেজমিনে গিয়ে দেখা যায়, স্রোতের তীব্রতায় কৃষকদের বানানো জাগ পাট ভেসে গেছে এবং অনেক জমিতে পানি উঠে গেছে।
যদিও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলে হঠাৎ স্রোতের গতি বেড়ে যায়। আতঙ্কে অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যান। কেউ কেউ কৌতূহলবশত নদীর পাড়ে ভিড় করেন, কেউ বা স্রোতের মধ্যে মাছ ধরতে নামেন।
মনোহরপুর গ্রামের ফৌজিয়া আক্তার বলেন, “এ বছর অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু নদীতে এমন স্রোত আগে দেখিনি। বিকেল থেকেই পানি বেড়েছে, এতে অনেক জমি তলিয়ে গেছে। কৃষকেরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন।”
সন্তোষপুর গ্রামের আব্দুল হাই সিকদার জানান, দুপুরে সব কিছু স্বাভাবিক থাকলেও বিকেলের পরপরই নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকে।
স্থানীয়দের ধারণা, উজানে ভারি বৃষ্টিপাত অথবা কোনো বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই হঠাৎ পানি বৃদ্ধির ঘটনা ঘটেছে। তারা আশঙ্কা করছেন, পানি বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকলে আরও জমি ডুবে যাবে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।
এ ঘটনার পরেও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা নদীর আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।
ঘটনা সম্পর্কে জানতে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.