মোঃ রোমান হোসেন
সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আব্দুস সালাম (৩০)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা এলাকার রাজনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.