প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জ রেলওয়ে প্রকল্প থেকে চুরি হওয়া রেলের শীট ও ভ্যান জব্দ

তারিকুল আলম,
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, উদ্ধারকৃত দুটি স্লিপারের বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। রেলওয়ে প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি মালামাল চুরির ঘটনা ঘটছে। প্লেটসহ নানা সরঞ্জাম চুরি এখন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, এর আগে একাধিকবার এসব চুরি নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি। পুলিশের নিয়মিত নজরদারি না থাকায় চক্রটি সহজেই সরকারি মালামাল লুট করে নিয়ে যায়। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ ভবিষ্যতে আরও বাড়বে।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত দুটি শীট ও ভ্যান থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.