প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
হোমনায় হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় এক ব্যক্তি আটক

মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার হোমনা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কুটুক্তি করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একের পর এক পোষ্ট করায় মহসিন নামের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। সে হোমনা উপজেলার আছাদপুর গ্রামের আলেকশাহর ছেলে। তিনি "বেমজা মহসিন" নামে ফেসবুক আইডিতে কুটুক্তিমুলক পোষ্ট দিয়েছে দাবী করে স্থানীয় একটা মহল স্কীন শট ও শেয়ারের মাধ্যমে প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরের আগেই বেমজা মহসিন ফেইসবুকের একটি পোস্টে লিখেছেন"যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয়,যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয়,নবী মোহাম্মদ খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি,বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশী পবিত্র,তাই তাদের পুত্র সন্তান হইছে"
এই পোস্টটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।তাকে গ্রেফতার না করা হলে বড় আকারে বিক্ষোভ হবে এমনটাই মুসলিম জনতা জানিয়েছে।
প্রথম পোস্টটির দুই ঘন্টার পর আরেকটি পোস্টে ক্ষমা চেয়ে লিখেন"প্রথমে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,অনেকে ভাবছেন আমি নবীজিকে খারাপ বলেছি,আসল ব্যাপার হলো আমার পুত্র সন্তান নাই,৩ টা মেয়ে,আমাকে অনেকে খোটা দেয়,প্রায় লোকেই বলে খারাপ মানুষের ছেলে হয়না,এজন্য আমি বলেছি যে নবীজীর তো ছেলে ছিলনা,তাহলে কি তিনিও খারাপ,এই কষ্ট থেকে কথাটা এভাবে লিখেছি,আপনারা কেউ ভুল বুঝবেন না,আমি নবীকে আমার নিজের থেকে বেশি ভালবাসি,সকলেই আমাকে মাফ করবেন,কারণ আমি একজন বাবা,সন্তান নিয়ে খোটা দিলে আমার ও খারাপ লাগে"।
তারপর হোমনা থানা পুলিশ তাকে বিকেলে গ্রেফতার করে।
তবে অনেকে বলছে একটা মহল তাকে ফাঁসাতে তার নামে ফেইক আইডি খুলে এসব অপপ্রচার চালাচ্ছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য প্রশাসনের নিকটও তারা দাবি করেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.