মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শাকিল গ্যাং-এর সক্রিয় সদস্য আলিফ খান (২২) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের শেখপাড়া থেকে আলিফ খানকে আটক করা হয়। আটক আলিফ শেখ পাড়ার আরাফাত আলিফ খানের ছেলে।
এ সময় তার কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি ইলেকট্রিক টেজার, ১টি ফ্লোল্ডিং স্টিক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে আটককৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.