মোঃ আরমান হোসেন
গাজীপুরের কাশিমপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান। তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পূজামণ্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ডিসি রবিউল হাসান জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
এ সময় অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক রহিম মাতাব্বর, বাংলাদেশ জামাত ইসলামের কাশিমপুর থানার সাধারণ সম্পাদক নুরজামান, কাশিমপুর থানা প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাসান সরকার, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.