অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অপরিহার্য। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।”
এছাড়াও প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। তিনি তরুণ প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, টেক্সজেন গ্রুপের মহাব্যবস্থাপক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, বাংলাদেশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম,
উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম এবং জেলা মজলিসে শূরা সদস্য ও সহ-সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রশিদ শামীম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.