প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
যশোর চৌগাছায় ২ জুয়ারী ২০ দিনের জেল ও জরিমানা

উৎপল ঘোষ,
যশোরের চৌগাছায় প্রকাশ্যে জুয়া খেলা অপরাধে শান্তি ভোলা (৩৫) ও হাফিজুর রহমান (৩১) মোবাইল কোটোর মাধ্যমে ২০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা করেন।
উপজেলার হাকিমপুর ইউনিয়ন হাজিপুর গ্রামে আসাদুল ঢালি লিচু বাগানে প্রকাশ্যে জুয়ার কোট নিয়ে খেলা করছিল।
জুয়ারি হলেন হাজিপুর গ্রামের জামাত আলীর ছেলে শান্তিভোলা (৩৫) ও ঝিনাইদহ জেলার মহপশপুর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩১) ২ জন কে ভ্রমরমান আদালতের মাধ্যমে ২০ দিনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড ২০০/ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনারের তাসমিন জাহান এ সময় উপস্থিত ছিলেন থানার ভাবলো কর্মকর্তা আনোয়ার হোসেন সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.