মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে শহীদ মজনু একাডেমিতে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের জন্মগত অধিকার। দেশ যখন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না তখন কিছু মহতী মানুষ তাদের নিজস্ব উদ্যোগে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলে বলেন প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন ।
শনিবার(২০ সেপ্টম্বর) সকালে সাভারে শহীদ মজনু একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা খোরশেদ আলম আরও বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমরা রাজনীতিবিদরা শুধু মুখের কথায় মানুষকে আশ্বস্ত না করি, আমরা যাতে কাজ করে দেখাই যে আমরা মুখে যা বলি কাজেও তাই করি। যার যার মত করে যদি চেষ্টা করি তবে মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারবো। একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত গ্রীন সাভার ক্লিন সাভার গড়তে পারবো।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রতিটি ক্যাম্প চলবে তিনদিন ব্যাপী এবং পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ক্যাম্প স্থাপন করে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইউনূস ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইউনূস উদ্দিন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.