অনলাইন ডেস্ক
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীরা জানুয়ারিতেই তাদের পাঠ্যপুস্তক হাতে পাবেন। বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, তা চূড়ান্ত করার কাজ চলতি মাসেই সম্পন্ন হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, গত বছরে বই ছাপানোর কাজে কিছু অনিয়মের অভিযোগ ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের কাজ দেওয়া হবে না।
তিনি আরও জানিয়েছেন, টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিসেফের সঙ্গে আলোচনার মাধ্যমে টিকার কমিশন কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কম্পিটিটিভ বিডিং প্রক্রিয়ার মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.