প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
৫ মাস ১৩দিন পর তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদউল্লাহ”র বদলি

মো:হানিফ মিয়া
২১ সেপ্টেম্বর রবিবার বদলি জনিত কারণে বিদায় নিচ্ছে অফিসার ইনচার্জ হিসাবে প্রথম কর্মস্থল তিতাস থানা থেকে।
ওসি শহীদউল্লাহ বলেন,আমার উপর অর্পিত দায়িত্ব ও নির্দেশাবলী পালন সহ তিতাসের মা'দক, জু'য়া, চু'রি, ডা'কাতি, স'ন্ত্রাস, অ'পরাধ দমনে সর্বোপরি তিতাসের মানুষকে শান্তিতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা ছিল। পরিবার-পরিজনের কথা চিন্তা না করে গত ৫ মাস ১৩ দিনেই তিতাসবাসীকে নিয়ে ভেবেছি।
এই অল্প সময়ে তিতাসের প্রতিটি মানুষ আমাকে যে ভালোবাসা, স্নেহ আর সহযোগিতা দিয়েছেন, তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। দায়িত্বের প্রয়োজনে আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদের নিরাপত্তা ও সেবার জন্য সর্বোচ্চ দিতে। তবুও মানুষ মাত্রই ভুল হয়—কাজের প্রয়োজনে বা অজান্তেই হয়তো কাউকে কষ্ট দিয়ে থাকলে, আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তিতাসের মাটি, এখানকার মানুষের সরলতা আর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। মনে হবে, যেন নিজের এক টুকরো পরিবার ছেড়ে চলে যাচ্ছি। এখানকার প্রতিটি মুহূর্ত, প্রতিটি মানুষের সহযোগিতা আমার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারন এখানকার প্রতিটি নাগরিকের সহযোগিতা ছাড়া আমার দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হতো না। তাই আমি তিতাসবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
আজ আমি দায়িত্বের টেবিল ছেড়ে যাচ্ছি, কিন্তু তিতাস আমার ভেতরে থেকে যাবে। ভবিষ্যতেও তিতাসবাসী তাদের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকবে।
শেষে শুধু এটুকুই বলবো আপনাদের ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
বিদায় নিলেও এই সম্পর্ক কখনো শেষ হবার নয়। আমার কর্মজীবনের এই অধ্যায়কে আমি সম্মান ও ভালোবাসা দিয়ে স্মরণ করবো। আপনাদের জন্য আমার দোয়া ও শুভকামনা রইলো।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.