প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
কাঠালিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রে-ফ'তার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাঠালিয়া উপজেলার কৈখালী রামপুর এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে থেকে তাকে আ'ট'ক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উত্তর চেচরী গ্রামের কাইয়ুম হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৪) আ'টক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.