মোঃ টিপু সুলতান
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে রনি শেখ (৩২) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পরে আহত অবস্থায় সাবেক স্ত্রী বৃষ্টি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর কোনাবাড়ি বাইমাইল পুকুর পাড় ইন্তাজ খানের বাসায় এই ঘটনা ঘটে। জানা যায়, মৃত রনি শেখ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের মৃত শেখ রহমতের ছেলে।এছাড়াও আহত বৃষ্টি রাজবাড়ী জেলার কালোখালি থানার গরিয়ানা গ্রামের হাকিম মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি শেখের সঙ্গে বৃষ্টি আক্তারের গত তিন মাস আগে ডিভোর্স হয়। ডিভোর্সের পরেও রনি শেখ মাঝে মধ্যে তার বাসায় আসা-যাওয়া করতো। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ি বাইমাইল পুকুর পাড় ভাড়া বাসায় আসলে দুইজনের মধ্যে বাক-বিতণ্ডে শুরু হলে রনি শেখ তার ডিভোর্সকৃত স্ত্রীকে তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় ও তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রনি শেখ ওই ভাড়া বাসার ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক(এসআই)কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.