প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত সম্রাট মামুন হত্যা মামলার মূল আসামী আটক
মো:হানিফ মিয়া
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে,বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।
থানা সূত্রে জানা যায়,রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমানিক ভোর সাড়ে ৪টায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
গ্রেফতারকৃত আসামি আবু সাত্তার দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রামের (১নং ওয়ার্ড) হাশেম মিয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান,সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, বিচারিক আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেন।
উল্লেখ্য,শুক্রবার(২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে(মোড়ে) তাকে কুপিয়ে হত্যা করেছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.