প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
পীরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী

মোঃ ফারজুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার আসনে এনসিপির দলীয় মনোনয়নের প্রত্যাশা প্রকাশ করেছেন স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবক তাকিয়া জাহান চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
মনোনয়ন প্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী জানান, জনগণের আস্থা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, “আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দিনে দল আমাকে মনোনয়ন দিলে জনগণের সেবা করার আরও বড় সুযোগ পাব।”
স্থানীয় ভোটাররা বলছেন, তাকিয়া জাহান চৌধুরী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় অনেকের কাছে গ্রহণযোগ্য।
তবে দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, প্রার্থীর জনপ্রিয়তা, সাংগঠনিক অবদান ও রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে উচ্চ পর্যায়। এলাকাবাসী আশা করছেন তাকিয়ে যান চৌধুরীকে মনোনয়ন দিলে পীরগঞ্জের উন্নয়ন আরো একধাপ এগিয়ে যাবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.