প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
মেডিসিন ডাক্তার এনামুল হক

মোঃ বাবুল আক্তার
মেডিসিন ডাক্তারের গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বহুমাত্রিক। মেডিসিন ডাক্তার, যাকে সাধারণত "ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ" বা "ফিজিশিয়ান" বলা হয়, তিনি প্রধানত প্রাপ্তবয়স্ক রোগীদের বিভিন্ন ধরণের অভ্যন্তরীণ রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধে বিশেষজ্ঞ। একজন মেডিসিন ডাক্তারের গুরুত্ব, সঠিক রোগ নির্ণয়, মেডিসিন ডাক্তাররা বিভিন্ন জটিল ও সাধারণ অসুখ যেমন: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, হার্টের সমস্যা, কিডনির রোগ, সংক্রমণ ইত্যাদির সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হন।
বহু রোগের সমন্বিত চিকিৎসা,
একজন রোগীর যদি একাধিক রোগ (যেমন: ডায়াবেটিস ও হৃদরোগ) থাকে, তাহলে একজন মেডিসিন ডাক্তার পুরো রোগীকে সমন্বিতভাবে চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসার মুল ভরসা, মেডিসিন ডাক্তাররা সাধারণত রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপটি পরিচালনা করেন এবং রোগ জটিল হলে প্রয়োজনে বিশেষজ্ঞদের (কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ইত্যাদি) কাছে রেফার করেন। দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ফলো-আপ,
যেসব রোগ দীর্ঘমেয়াদি (ক্রনিক) যেমন ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, উচ্চ রক্তচাপ — সেগুলোর নিয়মিত ফলো-আপ এবং ওষুধ ব্যবস্থাপনা একজন মেডিসিন ডাক্তারই করে থাকেন। প্রতিরোধমুলক চিকিৎসা,
রোগ প্রতিরোধে (যেমন: টিকা প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, লাইফস্টাইল গাইডলাইন ইত্যাদি) মেডিসিন ডাক্তারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বমি ইত্যাদি হঠাৎ হওয়া সমস্যার ক্ষেত্রে একজন মেডিসিন ডাক্তার প্রথমে রোগীকে স্থিতিশীল করার কাজ করেন।
একজন মেডিসিন ডাক্তার মূলত একজন “সর্বজনীন চিকিৎসক” — যিনি রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের প্রথম স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রাম হোক বা শহর, হাসপাতাল হোক বা ক্লিনিক — চিকিৎসা ব্যবস্থার মূল ভরকেন্দ্র হচ্ছেন এই মেডিসিন বিশেষজ্ঞরাই।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.