মোঃ শামীম শাহরিয়ার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ সভায় এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোক্তাদির জায়েদ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মজমিল আলী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছালেক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাদিপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও বর্তমান ওন্টারিও বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান সালাম। এছাড়া কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সেন্টু, সাহেব আলী জিলু, এলাইছ মিয়া, সারজান আহমেদ, আব্দুল রকিব, আব্দুর রউফ ও আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী বলেন,
> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, কোনো কুচক্রী মহল যাতে অপকর্ম চালাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করবেন।”
বিশেষ অতিথি হাবিবুর রহমান সালাম বলেন,
> “আমি ব্যক্তিগত উদ্যোগে কাদিপুর ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, যাতে পূজার নিরাপত্তা নিশ্চিত হয়।”
প্রশাসনের উদ্যোগ।
সভা শুরুর আগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাদিপুরের সব পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা আয়োজকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেন। পূজা মন্ডপ সংশ্লিষ্টরা এতে সন্তোষ প্রকাশ করেন।
শুভেচ্ছা ও প্রতিশ্রুতি
পূজা মন্ডপ পরিদর্শন শেষে অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী প্রতিটি মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। একইসঙ্গে তিনি আশ্বাস দেন যে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে বিশেষ উপহার প্রদান করা হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.