প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানে বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

আব্দুল মতিন মুন্সী
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ৫ দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার চৌরাস্তা স্টিল পট্টিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মো. ফয়জুল করিম। তিনি বলেন, “ড. ইউনুস শিক্ষিত ও শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত হলেও রাষ্ট্র পরিচালনায় তিনি ব্যর্থ হয়েছেন। পূর্ববর্তী শাসকেরা দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং রাষ্ট্রকে খুন, হত্যা, ধর্ষণ ও চুরি-ডাকাতির দেশে পরিণত করেছে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে বৈষম্য থাকবে না, সাম্য, শান্তি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, শোষণ ও নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর শাখার সভাপতি মাওলানা মুফতি মোস্তফা কামাল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওয়ালিউর রহমান রাসেল।
সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল হক মৃধা এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.