প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৪৮ পূর্বাহ্ণ
পীরগঞ্জে হৃদয়হীন প্রেমিক ‘হৃদয়’ গ্রেফতার

অবশেষে সৌদি আরব ফেরত প্রতারক যুবক আকতারুল ইসলাম ওরফে হৃদয় (২৪) কে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রতারিত এক স্কুলছাত্রীর পক্ষে দায়ের করা মামলায় পীরগঞ্জ সদরের বিনোদন কেন্দ্র কুইন পার্ক থেকে তাকে আটক করা হয়। হৃদয়ের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বড় রসুলপুর গ্রামে। তার বিরুদ্ধে একাধিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রসুলপুরের আক্তারুল ইসলাম ওরফে হৃদয় পীরগঞ্জের চতরাহাট দাখিল মাদরাসার ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফাঁদে ফেলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলে। প্রায় ৬ মাস প্রেম করার পর হৃদয় সৌদি আরব চলে যায়। এক বছর পর দেশে ফিরে সম্প্রতি আবারও ওই ছাত্রীকে পীরগঞ্জের আনন্দনগর এলাকায় নিয়ে একইভাবে সম্পর্ক করে।
এসময় সে ছাত্রীর কাছে টাকা-পয়সা ও স্বর্ণালংকার আনার চাপ সৃষ্টি করে। কিন্তু বিয়ের ব্যাপারে বারবার টালবাহানা করতে থাকে। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার দুপুরে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কুইন পার্ক থেকে হৃদয়কে গ্রেফতার করে।
ভুক্তভোগী ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান,“হৃদয় মিষ্টি কথায় ও মিথ্যা প্রলোভনে মেয়েদের ফাঁদে ফেলত। বিয়ের আশ্বাস দিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুটে নিতো। শুধু তাই নয়, মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ—ইজ্জতও সে হরণ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আকতারুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.