প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজায় নওগাঁবাসীকে শুভেচ্ছা জানালেন কাজী আতিকুর রহমান

মেহেদী হাসান অন্তর
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।
দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার সর্বস্তরের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী আতিকুর রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শেষে কাজী আতিকুর রহমান নওগাঁবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.