মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইমরান হোসেন (২৪), সাব্বির (২২), শাওন (২২), ফাহাদ ও মাওলা। এদের মধ্যে গুরুতর আহত সাব্বির ও শাওনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ভুক্তভোগী ইমরান হোসেন তার খালাতো ভাই সাব্বির ও শাওনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে দক্ষিণ শ্যামপুরের তালতলা তিন রাস্তার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ রাজ্জাক, নাঈম, আমজাদ, মেহেদী, ফারুক, আরাফাত, সিফাত, বাহারুলসহ আরও কয়েকজন তাদের পথরোধ করে। পরে পাশের একটি গ্যারেজে আটকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও ধারালো চাকুর আঘাতসহ লাঠিসোটা দিয়ে তাদের মারধর করা হয়।
এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় উভয়পক্ষই একে অপরকে দায়ী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.