মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে পৌরসভার মধ্যপাড়া-কাজী মোকমাপাড়া বাড়ি মালিক সমিতির উদ্যোগে পরিছন্নতা অভিযান ২০২৫ আয়োজিত হয়েছে।
শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকাল দশটায় সময় সাভার পৌরসভা ৪নং ওয়ার্ডের মধ্যপাড়া-কাজী মোকমাপাড়া বাড়ি মালিক কল্যাণ সমিতির সদস্য বৃন্দ ও বাড়ির মালিকরা পরিছন্নতা অভিযান- ২০২৫শে অংশগ্রহণ করেন।"আমার বাড়ি,আমি পরিষ্কার রাখি, সচেতন হই" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাড়ির ময়লা-আবর্জনা নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে বাড়ি মালিক কল্যাণ সমিতি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ওয়ার্ডের কাজী মোকমা পাড়া ,থেকে শুরু করে মধ্যপাড়া এলাকার প্রতিটা বাড়িতে গিয়ে তারা হ্যান্ড মাইকিং ব্যানার ফেস্টুন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা মূলক বক্তব্য রাখেন এবং বাড়ির পাশে জমে থাকা ময়লা আবর্জনা গুলো তারা পরিষ্কার করেন।
মধ্যপাড়া-কাজী মোকমাপাড়া বাড়ি মালিক সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিল পরিষ্কার পরিছন্নতার বিষয়গুলো তুলে ধরেন এবং এলাকার বাসিন্দাদের ঐক্যবদ্ধ থেকে এলাকার সৌন্দর্য ও ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা তুলে ধরা হয়। মোঃ মমতাজ উদ্দিন আহমেদ মিলন সহ উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য সহ বেশ কয়েকজন সদস্য এবং বাড়ির মালিকরা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.