প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
পূজার ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর

মোঃআবুসাঈদ ইসলাম
দুর্গা পূজা উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়।
সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। আগামী ৪ অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় বন্দরের আমদানি রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.