প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ
ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেহেদী হাসান অন্তর
নওগাঁর ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা, কামিয়াবাদী রেগান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান (ডাবলু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ মিনার হোসেন গামা।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত হয়ে ঈদগাহ মাঠ নির্মাণ কার্যক্রমকে স্বাগত জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি বৃহৎ ও আধুনিক ঈদগাহ মাঠের প্রয়োজনীয়তা ছিল। অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হলো। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ঈদগাহ মাঠ নির্মাণ শেষ হলে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে আরও সুষ্ঠুভাবে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসল্লিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.