প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
নওগাঁয় সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর স্মরণসভা অনুষ্ঠিত

মেহেদী হাসান অন্তর
চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুকে স্মরণে নওগাঁয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর নওগাঁ শহরের মুক্তির মোড়ের পার্কভিউ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন চ্যানেল এস-এর সিনিয়র জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান অন্তর।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ হাসান তুহিন। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রবিউল ইসলাম, জেলা টেলিভিশন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফোরামের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিনিধি সাদেকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, জেলা মোফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলি, এশিয়ান টিভির প্রতিনিধি রাশেদুল হক, এসএ টিভির প্রতিনিধি এম আর রাজ, দৈনিক সাত মাথা পত্রিকার প্রতিনিধি ইয়াসিন আলি, তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মান্নান হোসেন, সি এন বাংলা টিভির প্রতিনিধি সজিব হোসেন, বাংলাদেশ সমচার পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)-এর সভাপতি উত্তম সরকার, রোভার স্কাউট নওগাঁ সদর উপজেলার টিম লিডার ফরিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক শিবলীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মুফতি আলাউদ্দিন দোয়া পরিচালনা করেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.