প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ণ
তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে কাঠালিয়ায় লিফলেট বিতরণ করলেন কর্নেল অব. মোস্তাফিজুর রহমান

ফাতিমা আক্তার মিম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে কাঠালিয়া লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ আসনের রাজাপুর-কাঠালিয়া বিএনপি মনোনয়ন প্রত্যাশী কর্নেল (আব.) মোস্তাফিজুর রহমান
শুক্রবার শনিবার রবিবার কাঠালিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন এবং তারেক রহমান ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
কর্নেল (আব.) মোস্তাফিজুর রহমান বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার ও একটি বাংলাদেশ গড়তে আগামী দিনে এ লড়াইয়ে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব।
তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “সামনে দুর্গাপূজা। আপনারা সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করুন, যাতে তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। ধর্ম যার যার, উৎসব তার তার —এটি তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.