মোঃ মিনারুল ইসলাম
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া বারাদী সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বারসহ আসমা খাতুন নামে এক নারী চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা- ৬ বিজিবর সদস্যরা।
আজ সোমবার ২৯ ( সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২:৩০ টার দিকে উপজেলার কামারপাড়া বারাদী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক আসমা খাতুন একই এলাকার ওয়াসিমের স্ত্রী।
দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিজিবর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা দিয়ে চোরাকারবারি কর্তৃক স্বর্ণ চোরাচালান করা হবে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির- ৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২:৩০ টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২:৩০ টার দিকে কামারপাড়া রাস্তা থেকে মোছা. আসমা খাতুনকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম, যার বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার সাতশত ৫৬ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।
আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.