মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে কুলফতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত যুবকের নাম মোঃ উজ্জল হোসেন (২১)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ইশ্বরলক্ষীপুর গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে।
বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে শিগগিরই পুলিশের নিকট হস্তান্তর করা হবে।
এ প্রসঙ্গে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার, গরু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.