প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
পীরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ

রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ (২৯ সেপ্টেম্বর) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ফুটবল, হ্যান্ডবল, দাবা, কাবাডি, ছাতা খেলা সহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “খেলাধুলা দেহ-মন সুস্থ রাখে এবং চরিত্র গঠনে ভূমিকা রাখে।” বিশেষ অতিথি তানভীর আহমেদ বলেন, “খেলাধুলা নেতৃত্বগুণ,সহনশীলতা, সুস্থ দেহ ও স্বচ্ছ মানসিকতা তৈরি করে।” এসময় তিনি সকল ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার জন্য পরামর্শ প্রদান করেন।
অতিথিদের মধ্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মশিউর রহমান, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা মাদকমুক্ত সুস্থ জীবন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.