সত্য প্রকাশ ডেস্ক
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মাওয়া-লৌহজং সড়কের পাশের কারখানা, ওয়ার্কশপসহ ছয়টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। রবিবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে আগুন লেগেছে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। পুড়ে যাওয়া
প্রতিষ্ঠানের মধ্যে সুমন ঢালীর একটি ফলের দোকান ও চায়ের দোকান, আরিফ ঢালীর সেলুনের দোকান, একটি প্লাস্টিকের কারখানা ও একটি লোহার স্ক্র্যাবের কারখানা ও নাসির খানের একটি ওয়ার্কশপ। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটের দিকে ঘুরতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী আগুন দেখে আশপাশের মানুষকে ডাকাডাকি করে
জাগিয়ে তোলেন। পরে লৌহজং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দুটি ইউনিট নিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটায় আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে পাশের শ্রীনগর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সহযোগিতা করে।
ক্ষতিগ্রস্ত নাসির খান জানান, আমি রাত সাড়ে তিনটায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুন জ্বলছে। আমার ওয়ার্কশপের অনেকাংশ পুড়ে গেছে। মালামালসহ প্রায় ১০ লাখ ক্ষতি হয়েছে। এদিন সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে আপাতত ১৮ পিস ঢেউটিন দেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.