তারিকুল আলম
সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদেরকে নিয়ে রাজশাহী অঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌ্হিদুজ্জামান।
মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদেরকে সমাজে ও রাষ্ট্রের প্রতি গুজব প্রতিরোধে বিরত থাকার উপরে তাৎপর্য মূলক ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে গুজব সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অন্যতম বড় হাতিয়ার। তাই সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা শেয়ার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরে গুজব প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের পূর্বে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং করা জরুরী। আমরা মনে করি এ কর্মশালাটি সাংবাদিকদেরকে যথাযথ পেশাদারিত্বের সাথে সংবাদ প্রচারে সহায়তা করবে। অনুষ্ঠানের সভাপতি রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌ্হিদুজ্জামান বলেন,
গুজব একটি সমাজবিরোধী ব্যাধি। তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। গুজব প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা এবং সরকারের তথ্য প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপও করেন তিনি আরো বলেন, বাংলাদেশে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভুল সোর্স, একটিমাত্র সোর্সকে ভরসা করা, সংবাদের ভুল ব্যাখা বা অনুবাদ, প্ররোচনামূলক ভুল সংবাদ ভূমিকা পালন করে। পাশাপাশি, মনোযোগ আকর্ষণকারী ঘটনার নিউজের সত্যতা নিয়ে সতর্ক থাকার গুরুত্ব, অনলাইন সাংবাদিক ও মূলধারার সাংবাদিকদের মধ্যে সমন্বয়হীনতার অভাব, ফ্যাক্টচেকিং এর বর্তমান অবস্থা, এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রেসক্নাবের সভাপতি ও দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, রাজশাহী অঞ্চলিক তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, দৈনিক কলম সৈনিক পএিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, দৈনিক যমুনা প্রবাহ পএিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ কন্ঠ পএিকার সম্পাদক শফিক মাহমুদ রুমন, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক আমার সিরাজগঞ্জের নির্বাহী সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হীরুক গুণ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এঁর জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর সম্পাদক মোঃ মাসুদ রেজা, সহ আরো অনেকে ।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.