প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
নওগাঁয় ৩০ টি মন্দিরে শারদীয় উপহার বিতরণ করেন -মাসুদ হাসান তুহিন

“ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ৩০টি মন্দিরে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার বিতরণ করেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো: মাসুদ হাসান তুহিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাসুদ হাসান তুহিন বলেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার। আমাদের রাজনীতি বিভেদ নয়, ঐক্যের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সর্বদা জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন, আজকের এই আয়োজন তারই প্রমাণ।”
এসময় তিনি আরও উল্লেখ করেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সব ধর্মের মানুষকে এক হয়ে আওয়াজ তুলতে হবে। বিএনপি সব সময় দেশের মানুষের অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে যাচ্ছে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে উৎসবের আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.